সাধারণ ছুটি বাড়বে কীনা জানা যাবে ২৮ মে
প্রকাশিত : ১৭:১৬, ২৪ মে ২০২০
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
চলমান করোনা ভাইরাসের মহামারীতে বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এ মহামারী ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাত দফায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাধারণ ছুটি আরো বাড়বে কিনা সে বিষয়ে ঈদের পর আগামী ২৮ মে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণেও ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৬ মার্চ থেকে সাত দফা ছুটি বাড়ানোর পর সর্বশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই পড়েছে টানা ৬৭ দিনের এই ছুটি। সোমবার ঈদ উদযাপিত হলে সপ্তাহিক ছুটি শেষে আগের ঘোষণা অনুযায়ী ৩১ মে রোববার অফিস খোলা থাকার কথা।
সাধারণ ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন রোববার গণমাধ্যমকে বলেন, আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনা রোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে।
এমএস/এনএস
আরও পড়ুন