ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আনোয়ারা রাব্বীর মৃত্যুতে স্পিকারের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৬ মে ২০২০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় শিরীন শারমিন চৌধুরী আনোয়ারা রাব্বীর রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আনোয়ারা রাব্বী আজ সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইেেন্তকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিন কন্যা সন্তানের জননী আনোয়ারা রাব্বী নাতি-নাতনি ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এছাড়া, আনোয়ারা রাব্বীর মৃত্যুতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মো. আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম, সামশুল হক চৌধুরী এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি