ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ৮ জন দগ্ধ

প্রকাশিত : ০৯:৫০, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৫০, ১২ মার্চ ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সাড়ে ৮ টায় সরাইলের কুট্টাপাড়ার পান্ডব হাটি এলাকার রাসেল মিয়ার বাড়িতে গ্যাসের চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন ধরে গেলে বাড়ির ৮ সদস্য দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি