ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের

প্রকাশিত : ১৪:৪৭, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪৭, ৭ মার্চ ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। খালেদার পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে এর আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেছিলেন খালেদার আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আবেদনের মাধ্যমে নাইকো দুর্নীতির মামলার বিচার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৫৬১ এর (ক) ধারার বিধান বলে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি