ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত

প্রকাশিত : ১৩:৫১, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৫১, ৮ মার্চ ২০১৭

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ রেল গেইটের অদূরে রাস্তায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গত ২১ ফেব্র“য়ারি রাতে ওই স্থানে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন জেলার দেবিদ্বারের এক স্বর্ণ ব্যবসায়ী। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এ অভিযান চালানো হয়।  দুপক্ষের পাল্টাপাল্টি গোলাগুলিতে ডাকাত মোস্তফা আহত হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিসৎক  তকে মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি