ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

একুশে টেলিভিশনে নারী দিবসে ভিন্ন আয়োজন

প্রকাশিত : ১৫:২৭, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২১, ৮ মার্চ ২০১৭

ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে একুশে টেলিভিশন। কর্মরত নারী সাংবাদিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও কলাকুশলীদের উপহার প্রদানসহ ছিলো নানা আয়োজন। শুধু ব্যক্তি কিংবা পরিবারিকভাবে নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নারীর কাজের স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক নারী দিবসে একুশে টেলিভিশনের ছিল ভিন্ন রকম আয়োজন। কর্মরত নারী সহকর্মীদের শুভেচ্ছা জানান সবাই। তুলে দেয়া হয় উপহার। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার তুলে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। শুভেচ্ছা বক্তব্য দেন একুশের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেন, প্রতিটি দিনই সমান, তারপরেও নারীদের সম্মান জানাতেই এই আয়োজন। নারীরা সাহসীকতার পরিচয় দিয়েছে, পরিবর্তন এনেছে, ভবিষ্যতে আরও এগিয়ে মাথা উচুঁ করে বাঁচবে বলে প্রত্যয় ব্যক্ত করেন ব্যরিস্টার তুরিন আফরোজ। নারী দিবসের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এটিভিতে কর্মরত নারীরা। পরিবর্তন আনতে নারীদেরকেও সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি