ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫১, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫১, ৮ মার্চ ২০১৭

ইন্দোনেশিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ১০ টা ১০ মিনিটে জাকার্তা বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু সমাধানের জাকার্তার ভূমিকা চাইবার পাশাপাশি সমুদ্র সহযোগিতা জোরদারে বিশ্বমঞ্চে আহবান জানান শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি