ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাকে জয় করেছেন ১৬০৬ পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৩১ মে ২০২০ | আপডেট: ১৭:১১, ৩১ মে ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসকে জয় করেছেন এ পর্যন্ত ১৬০৬ জন পুলিশ সদস্য। তারা সবাই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে শনিবার পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪৭০৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্য শাহাদাতবরণ করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে একটা বৃহদাংশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য। এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৫৮২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা থেকে সুস্থ হয়ে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যগণ দেশের সেবায় পুনরায় আত্মনিয়োগ করছেন। ইতিমধ্যে সুস্থ হয়ে কা‌জে ফি‌রে‌ছেন করোনা আক্রান্ত এক-তৃতীয়াংশ পুলিশ সদস্য।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি