ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল মওকুফ জুন মাস পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৩১ মে ২০২০

জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের বিষয়টি জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ রোববার সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানেও আসছে। কারও কোনও বাড়তি বিল করা হলে তা পরবর্তীতে সমন্বয় করা হবে। তিনি বলেন, এই সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। আমরা জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, এর আগে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। গত ২২ মার্চ ওই আদেশ দেওয়া হয়েছিল। যাতে মে মাস পর্যন্ত বিলম্ব মাসুল মওকুফের কথা বলা হয়। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতে গ্রাহকরা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিল পরিশোধ করতে পারবেন না বলে প্রতীয়মান হয়। ফলে এই তিন মাসে বিল পরিশোধের ক্ষেত্রে কোনও বিলম্ব মাশুল বা সারচার্জ দিতে হবে না।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি