ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আইএস সদস্যদের তালিকায় নাম রয়েছে প্যারিস হামলার জড়িত ৩ জঙ্গির

প্রকাশিত : ০৯:৪৬, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:৪৬, ১২ মার্চ ২০১৬

সম্প্রতি ফাঁস হওয়া আইএস সদস্যদের দীর্ঘ তালিকায় নাম রয়েছে প্যারিস হামলার জড়িত ৩ জঙ্গি সদস্যের। জার্মানির সংবাদ মাধ্যমগুলো বলছে, এ তিনজনই প্যারিসের বাতাক্লঁ থিয়েটারের বর্বর হামলায় জড়িত ছিল, যেখানে ৯০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। ফাঁস হওয়া ফাইলে বলা আছে, এদের সবাই ২০১৩ ও ২০১৪ সালের মধ্যে আইএসে যোগ দেয়। জার্মানি, যুক্তরাজ্য ও সিরিয়ার বিদ্রোহীরাও বলছে, অন্তত ৪০টি দেশের ২২ হাজার সদস্যের নাম রয়েছে ঐ তালিকায়। নাম ঠিকানা ছাড়াও প্রত্যেক সদস্যের বিস্তারিত বর্ণনা রয়েছে সেখানে। জার্মানীর আগে, কাতার ভিত্তিক সিরিয়ান একটি অনলাইন সংবাদ মাধ্যম প্রথম ফাঁস করে আরবিতে লেখা ফাইলটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি