ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ নেতা হাছান আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২ জুন ২০২০ | আপডেট: ১৫:৩৪, ২ জুন ২০২০

Ekushey Television Ltd.

শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী হাছান আলী রাড়ী ইন্তেকাল (ইন্নানিল্লাহি… রাজিউন।) করেছেন।

তিনি নড়িয়া পৌরসভার নিজ বাসভবনে আজ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৮ সন্তান এবং বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুম হাছান আলীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হাজী হাছান আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

এছাড়াও হাজী হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নড়িয়ার সাবেক এমপি শহীদ এএফএম নুরুল হক হাওলাদারের কন্যা ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি