ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ অনেকে

প্রকাশিত : ১২:৫০, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫০, ১২ মার্চ ২০১৬

অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলোতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই। ট্রেন স্টেশনগুলো বন্ধ হওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচল। ৬ ঘন্টার জন্য অচল ছিল সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দর। স্থানীয় প্রশাসন বলছে, ঐ প্রদেশের অন্তত ২০টি শহরে বন্যা দেখা দিয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার একদিনে যে পরিমান বৃষ্টি হয়েছে, তা অন্তত ১৫ দিনের বৃষ্টিপাতের সমান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি