ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

২ সংসদীয় আসনের উপনির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বর্তমান কমিশনের প্রতি আস্থার ক্ষেত্র তৈরি করবে

প্রকাশিত : ১৯:২৮, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২৮, ৯ মার্চ ২০১৭

গাইবান্ধা ও সুনামগঞ্জে দু’টি সংসদীয় আসনের উপনির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বর্তমান কমিশনের প্রতি আস্থার ক্ষেত্র তৈরি করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ’কথা বলেন সিইসি। ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন অকারণে হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখবে নির্বাচন কমিশন। সংসদীয় আসন গাইবান্ধার সুন্দরগঞ্জ, সুনামগঞ্জের দিরাই-শাল্লা এবং কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই বৈঠক করেন সিইসি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি