ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে বদলি, নতুন সচিব মান্নান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৪ জুন ২০২০

মো. আসাদুল ইসলাম ও মো. আব্দুল মান্নান।

মো. আসাদুল ইসলাম ও মো. আব্দুল মান্নান।

Ekushey Television Ltd.

নভেল করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতেই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার। তার স্থলে বিভাগটি নতুন সচিবের দায়িত্ব নিতে যাচ্ছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নান।

আজ  বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলি আদেশ জারি করেছে।

ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত ওই আদেশে সচিব মো. আসাদুল ইসলামকে নতুন করে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বের কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

চাঁদপুরে জন্ম নেয়া বিসিএস অষ্টম ব্যাচের ক্যাডার মো. আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ভূমি সংস্কার বোর্ডের দায়িত্ব নেয়ার আগে তিনি স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি