ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত এএসআই, আহত ৩ কনস্টেবল ও মাইক্রোবাস চালক

প্রকাশিত : ১৩:০৭, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০৭, ১২ মার্চ ২০১৬

গাজীপুরের বাঘের বাজার এলাকায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ কনস্টেবল ও মাইক্রোবাস চালক। পুলিশ জানায়, শনিবার ভোরে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির পুলিশ মাইক্রোবাসে ওই এলাকায় টহল দিচ্ছিল। সেসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ৪ পুলিশসহ চালক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে এএসআই হারুন অর রশিদ মারা যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি