ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

প্রকাশিত : ১৪:৩৪, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৩৪, ১০ মার্চ ২০১৭

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নৌকা-ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন দুই শক্তিশালী মেয়র প্রার্থী। আর নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজ এখন নগরজুড়ে। তবে, ভোটাররা বলছেন, দলীয় প্রতীককে গুরুত্ব দিয়ে নয়, বরং যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করতে চান তারা। প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় কুমিল্লা থেকে ফিরে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। ২০১১ সালের ১০ জুলাই ৫৩ দশমিক ৪ বর্গকিলোমিটার আয়তনের ২৭টি ওয়ার্ড নিয়ে পথচলা শুরু হয় কুমিল্লা সিটি করপোরেশনের। ২০১২ সালের ৫ই জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনে প্রথম নির্বাচন হয়। মেয়াদপূর্তির পর গত বছরের ২০শে ডিসেম্বর দ্বিতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতায় আটকে যায় নির্বাচন। তবে, সব সমস্যা কাটিয়ে পরবর্তী নির্বাচন হতে যাচ্ছে আগামী ৩০ মার্চ। এ’ নিয়ে উচ্ছ্বসিত নগরবাসী। ভোটাররা বললেন, সুন্দর শহরের জন্য যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন তারা। এদিকে, গত নির্বাচনে বিজয়ী মেয়র মনিরুল ইসলাম সাক্কু এবার বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। এ’জন্য নিজেকে আরো শক্তিশালী ভাবছেন তিনি। অন্যদিকে, গত নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আনজুম সুলতানা সীমাও জয়ের ব্যাপারে আশাবাদী। জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী শিরিন আক্তারও। মেয়র প্রার্থীরা এমন প্রত্যাশা করলেও, জনরায় নিয়ে হিসাব কষছেন ভোটাররা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি