ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে বেড়েছে সবজির দাম, স্থিতিশীল আছে মাছ, গরু ও খাসীর মাংসের দাম

প্রকাশিত : ১৮:০১, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১০, ১০ মার্চ ২০১৭

শীতকালীন সবজির মওসুম শেষ হওয়ায় চট্টগ্রামে গত সপ্তাহের তুলনায় বেড়েছে সবজির দাম। বেড়েছে দেশি মুরগির দামও। তবে স্থিতিশীল আছে মাছ, গরু ও খাসীর মাংসের দাম। নগরীর পাইকারি কাঁচা পণ্যের রেয়াজউদ্দিন বাজার, কর্ণফুলি ও কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা করে বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ কমে যাওয়া দাম কিছুটা বাড়তি। বাজারে আসা নতুন সবজির দামও বেড়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে দেশি মুরগির দাম। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে ডিমের দাম। সব ধরণের মাছের সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল।  এতে সন্তুষ্ট সাধারণ ক্রেতারাও। স্থিতিশীল আছে গরু ও খাসির মাংসের দামও। প্রতি কেজি গরুর মাংস প্রকারভেদে ৪৫০ থেকে থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। তবে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি