ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের জারি করা নতুন ভ্রমন নিষেধাজ্ঞা আরো কয়েকটি অঙ্গরাজ্যে আইনী লড়াইয়ের মুখোমুখি

প্রকাশিত : ১৩:১৭, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:১৭, ১০ মার্চ ২০১৭

হাওয়াইয়ের পর আরো কয়েকটি অঙ্গরাজ্যে আইনী লড়াইয়ের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ভ্রমন নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন, ওরিগন-সহ কয়েকটি অঙ্গরাজ্যে মামলা দায়ের করা হয়। এসব মামলায়, এ আদেশকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করা হয়। এরআগে বুধবার হনলুলু ফেডারেল আদালতে মামলা করেন হাওয়াই অঙ্গরাজ্যের অ্যাটর্নি। তবে মামলায় জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী হোয়াইট হাউস। এদিকে সদ্য পদত্যাগ করা মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ‘বিদেশী এজেন্ট’ হিসেবে কাজ করেছেন এমন তথ্য সম্পর্কে ট্রাম্প অবগত ছিলেন না বলে দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি