ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ইন্দোনেশিয়ান দূতাবাস কর্মকর্তার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৫ জুন ২০২০

ঢাকাস্থ ইন্দোশিয়ান দূতাবাসে সিটি হারওয়ানস্ইয়া নামের এক কর্মকর্তা বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন। তিনি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ইন্দোনেশিয়ান দূতাবাসের এই প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সুমারনোকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

রাষ্ট্রদূত রিনা তার প্রয়াত সহকর্মীর খোঁজখবর নেয়ার জন্য মোমেনকে ধন্যবাদ জানান।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি