ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগামে বিপুল পরিমান জাটকা উদ্ধার

প্রকাশিত : ১৮:০৪, ১০ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৪, ১০ মার্চ ২০১৭

বন্দর নগরী চট্টগ্রামের ফিশারীঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে জেলা প্রশাসন এবং মৎস্য কর্মকর্তারা। শুক্রবার সকাল ১১টার দিকে ফিশারীঘাট মাছের আড়তে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেসময় দুই টনের বেশী জাটকা জব্দ করা হয়। কর্মকর্তারা জানিয়েছে, সংঘবদ্ধ একটি দল নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রী করছে, এমন সংবাদের ভিত্তিত্বে এই অভিযান চালানো হয়। জাটকা নিধন বন্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি