ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এক হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের প্রজ্ঞাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ৭ জুন ২০২০ | আপডেট: ২২:৩৫, ৭ জুন ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জারি করা এক হাজার ১৮১ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারা সবাই মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে সেনাসহ অন্যান্য বাহিনীতে যোগদানকালে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে গেজেটভুক্ত হয়েছিলেন। গেজেটভুক্তির কোনো নথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে না থাকায় রোববার তাদের সনদ বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হয়। গেজেট বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক গণমাধ্যমকে বলেন, ‘২ লাখ ২ হাজার মুক্তিযোদ্ধা সরকারি ভাতা পাচ্ছিলেন। ২ জুন নতুন স্বীকৃতি পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে এই সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৫৬ জন।’

এর আগে গত ২ জুন নতুন করে এক হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। এ সংখ্যা থেকে এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। নতুন পাওয়া আবেদন এখনও যাচাই-বাছাই শেষ হয়নি উল্লেখ করে সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, ‘ঐ তালিকা যাচাই-বাছাই শেষ হলে মুক্তিযোদ্ধাদের সংখ্যার আরও বাড়বে।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি