ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সাহান আরা বেগমের দাফন সম্পন্ন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ৮ জুন ২০২০

জানাজা শেষে বরিশালের মুসলিশ গোরস্তানে সাহান আরা বেগমকে কবর দেওয়া হয়। ছবি: একুশে টেলিভিশন

জানাজা শেষে বরিশালের মুসলিশ গোরস্তানে সাহান আরা বেগমকে কবর দেওয়া হয়। ছবি: একুশে টেলিভিশন

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার সকাল পৌনে নয়টায় বরিশাল শহরের মুসলিম গোরস্তানে তাকে সমাহিত করা হয়। 

এ সময় সাহান আরা বেগমের স্বামী পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ রাজনৈতিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৭২ বছর আগে বরিশাল নগরীর কাউনিয়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে সাহান আরা বেগমের জন্ম। তিনি বরিশাল মহিলা কলেজে অধ্যায়ন কালে ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৭ সালে আবদুর রব সেরনিয়াবাতের বড় ছেলে আবুল হাসান আবদুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

১৯৭৫ সালের পনেরই আগস্ট জাতিরজনকের হত্যাকাণ্ডের সময় সাহান আরা আবদুল্লাহর প্রথম শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহকে ঘাতকরা  নির্মমভাবে হত্যা করে। এসময় তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অসুস্থ হলে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় সাহান আরা বেগমকে। রোববার রাত সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে সাহান আরা বেগম স্বামী, ৩ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। পরিবার থেকে সকলের কাছে মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি