ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাংলা সাহিত্যের সম্ভার বিশ্বপাঠকের কাছে পৌঁছে দিতে ব্যাপকভিত্তিক অনুবাদের আহ্বান- প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৬

বাংলা ধ্রুপদী ও সাম্প্রতিক সাহিত্যের সুনির্বাচিত সম্ভার বিশ্বপাঠকের কাছে পৌঁছে দিতে আরও ব্যাপকভিত্তিক ও মানসম্পন্ন অনুবাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে আমরা ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা-ধর্মান্ধতা-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-শোষণ-বৈষম্য দূর করে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। বাংলা একাডেমি চত্ত্বরে অমর একুশে বইমেলা উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে, চার ধর্মের প্রার্থণাবাণি পাঠের পর একুশে গান পরিবেশিত হয়। pm boiঅনুষ্ঠানের শুরুর দিকেই বাংলা ভাষার গবেষক ও অনুবাদক দুই বিদেশীর বক্তব্য মুগ্ধ করে সবাইকে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলা ধ্রুপদি  ও সাম্প্রতিক সাহিত্যের মানসম্মত অনুবাদের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল ভাষার সংরক্ষনে আধুনিক ভাষা ইনস্টিটিউট নির্মাণে তার সরকারের ভূমিকা এবং বিএনপি-জামায়াত সরকারের প্রতিষ্ঠানটির কাজ বন্ধ করার কথাও বলেন। ছাত্রজীবনে তার বাংলা একাডেমি চত্তরে আসার স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাজ কখনো ছেড়ে দিলে তিনি আবারো মুক্তভাবে এসব এলাকায় ঘুরে বেড়াবেন। তিনি দশটি ক্ষেত্রে ১১জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ তুলে দেন। পরে তিনি একাডেমি চত্তরে বইয়ের স্টলগুলো ঘুরে দেখেন অনেকটা সময়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি