ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বাউল, সাধু আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কুষ্টিয়ার লালন আখড়া

প্রকাশিত : ১১:৪৬, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪৬, ১২ মার্চ ২০১৭

বাউল, সাধু আর দর্শনার্থীদের ভিড়ে মুখরিত কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়া। তিন দিনের স্মরণোৎসবের দ্বিতীয় দিনে লালনের সুরে মাতোয়ারা গোটা এলাকা। অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। ভাব আরাধ্যের তীর্থভূমি ছেঁউড়িয়ার দোল উৎসবে এসে বাউল সাধুরা সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। আখড়া বাড়ির আঙ্গিনা ছাড়াও খন্ড খন্ড আস্তানায় বসেছেন প্রবীণ গুরু ও ভক্ত শিষ্যরা। ভাবগান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে। স্মরণোৎসব বা দোল উৎসব মানেই বাউল ফকিরদের মহাসম্মেলন। ফকির লালন সাঁইয়ের জীবদ্দশা থেকে শুরু হওয়া দোল উৎসব শত বছরের বেশি সময় ধরে পালন করে আসছেন বাউলরা। দেশ-বিদেশ থেকে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাজার হাজার দর্শনাথী। তবে বৃষ্টিতে লোক সমাগম কিছুটা কম হওয়ায় হতাশ মেলায় পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীরা। এদিকে অনুষ্ঠান ঘিরে প্রথমবারের মত নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃংখলা বাহিনী। লালনের গান উৎসবের মূল প্রাণ। এ গানেই বুঁদ হয়ে থাকেন সবাই। রাত শেষ হলেও যেন গান ফুরোই না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি