ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন ২৮৭ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১২ জুন ২০২০ | আপডেট: ১৮:১৬, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা মহামারীতে বাংলাদেশে আটকে পড়া ২৮৭ জন ইতালিতে ফিরে গেছেন। আজ শুক্রবার দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ফিরে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তিনি বলেন, ‘শুক্রবার বেলা সোয়া ১২টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা রোমের উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি হলেও কয়েকজন ইতালির নাগরিক রয়েছেন।’

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ। অনেক দেশই এখনও আন্তর্জাতিক ফ্লাইট চালু করেনি। বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।

এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, কুয়েত, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছেন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি