ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশিত : ১৫:০১, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০১, ১৩ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। নির্বাচনে মোট ভোটার দুই লাখ সাত হাজার পাঁচশ’ ৩৬ জন। প্রার্থীরা এখন ব্যস্ত তাদের মন জয়ে। এদিকে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে পুলিশ ও নির্বাচন কমিশন। প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় কুমিল্লা থেকে ফিরে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কয়েকজন মেয়র প্রার্থী থাকলেও, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী নিয়েই ভোটারদের মধ্যে আলোচনা বেশি।  বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু এই সিটির প্রথম মেয়র। অন্যজন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আফজল খানের মেয়ে ও সাবেক কাউন্সিলর আনজুম সুলতানা সীমা। ফলে নির্বাচনে যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে তা নিয়ে সন্দেহ নেই কারোর মধ্যে। তবে, ভোট নিয়ে কিছুটা শঙ্কাও আছে ভোটারদের। তবে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কোনো ছাড় না দেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার। কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডে ১০৩ ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বেশির ভাগই ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি