ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়া থেকে ফিরলেন ১৫১ বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা মহামারীর কারণে মালয়েশিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। আগতদের মধ্যে শিক্ষার্থী, পর্যটক ও বিভিন্ন পেশার নাগরিক রয়েছেন বলে জানা যায়।

আজ শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তাদের আনা হয়। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ১৫১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে একটি বিশেষ ফ্লাইট। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি