ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ক্ষোপ

প্রকাশিত : ১৩:৪৮, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৪৮, ১৩ মার্চ ২০১৭

তুরস্ক-নেদারল্যান্ডসের চলমান কূটনৈতিক উত্তেজনার ঘটনায় প্রেসিডেন্ট এরদোয়ানের ওপর ক্ষেপেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। নেদারল্যান্ডস দুই তুর্কি মন্ত্রীকে গণভোটের প্রচার চালাতে বাধা দেয়ায়, কঠোরভাবে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে তুরস্ক। এ ঘটনায় ডাচদের পক্ষে পাল্টা জবাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।  জার্মানি তুর্কি গণভোটের প্রচার চালানোর স্থান নয় বলে কড়া মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী মন্ত্রী টমাস ডি মাইজিরি। বিরূপ মন্তব্য করেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীও। এর আগে নেদারল্যান্ডস সরকারকে নাৎসি হিটলারের অনুসারী বলে আখ্যা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। জবাবে এরদোয়ানের মন্তব্যকে মাতালের প্রলাপ বলে উল্লেখ করেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। এদিকে জার্মানী, সুইজারল্যান্ড ও অষ্ট্রিয়া প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থনে আয়োজিত সভা সমাবেশ বাতিলের ঘোষনা দিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি