ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি মানা হবে না: ফখরুল

প্রকাশিত : ১৭:৫৩, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫৩, ১৩ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দলের কর্মসূচী জানাতে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে যৌথ বৈঠকে সপ্তাহব্যাপী কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রীর করা মন্তেব্যরও জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হলে জনগণ মেনে নেবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি