ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কামরানের মৃত্যুতে মুক্তিযোদ্ধার সন্তানদের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৫ জুন ২০২০

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটি। 

সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক, মাহবুবুর রহমান রোহেল, ইমরুল কায়েস রানা, সহ সভাপতি ওমর ফারুক সাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন মৃদুল, আব্দুল্লাহ আল মামুন, আজহারুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী, তথ্য সম্পাদক রাদু জামান আজ সোমবার এক শোক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব। সিলেটের পবিত্র ভূমিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করতে আজীবন তিনি নিবেদিত ছিলেন। তার এই ভূমিকা এদেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষকে প্রেরণা যোগাবে। 

সদালাপী ও কর্মীবান্ধব এই মানুষটি জনগণের পাশে থেকে সব সময় জনমানুষের কল্যাণে কাজ করেছেন। তাই, দেশবাসী জাতির এই সূর্যসন্তানকে তাদের হৃদয়ে আজীবন ধারণ করবে। 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী হিসেবে তাঁর পাশে থেকে বাংলাদেশকে যারা উন্নয়নের মহাসোপানে নিয়ে যাওয়ার জন্য অসামান্য অবদান রেখেছেন কামরান তাদের অন্যতম।

এই দুর্যোগময় মুহূর্তে তার চলে যাওয়া জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার দেশপ্রেম ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের পাথেয় হয়ে থাকবে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি