ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে প্রথম বারের মত ইনফোকম আইসিটি হেলথ কেয়ার সামিট অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯:০৯, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৯, ১২ মার্চ ২০১৬

infocomবাংলাদেশে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো ইনফোকম আইসিটি হেলথ কেয়ার সামিট। রাজধানীর বিয়াম মিলনায়তনে সকালে এই সামিটের ঘোষনা করেন ভারতের আনন্দবাজার গ্রুপের ম্যনেজিং ডিরেক্টর এবং সিইও ডি ডি পুরকায়েস্থ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মত স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের উদ্যোগ একটি উল্লেখযোগ্য ঘটনা। এরপর বিভিন্ন সেশনে ভারতের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আলোচনা করেন। মানবদেহে অর্গান প্রতিস্থাপনের ক্ষেত্রে কি কি নতুন চিকিৎসা পদ্ধতি প্রচলিত হয়েছে তা নিয়ে আলোচনা করেন ডা. প্রদীপ চক্রবর্তী এবং ডা. সন্দীপ ভট্টাচার্য। এছাড়া রোবটিক সার্জারি বিষয়েও আলোচনা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি