ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতিসংঘ পরিবারের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১৫ জুন ২০২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতিসংঘ পরিবার। 

রোববার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো স্বাক্ষরিত এক বার্তায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। 

শোক বার্তায় বলা হয়, মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন তার জন্য স্বরণীয় হয়ে থাকবেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও তার ভূমিকা স্বরণযোগ্য। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর প্রেরিত এই শোক বার্তা পরিবারের পৌছে দেওয়ার অনুরোধ করা হয়। 

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল ১৩ জুন শনিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। 

মোহাম্মদ নাসিম ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। রাজনৈতিক কারণে বহুবার কারাবরণ করা এই নেতা সিরাজগঞ্জ-১ আসন হতে মোট ছয়বার সংসদ-সদস্য নির্বাচিত হন।

১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হবার পর সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপের দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাসিম।

১৯৯৬ সালে সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। ১৯৯৭ সালের মার্চে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্বও দেওয়া হয় তাঁকে। মোহাম্মদ নাসিম একই সঙ্গে দুইটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ১৯৯৯ সালের ১০ মার্চ পর্যন্ত। পরবর্তীতে, মন্ত্রিসভায় রদবদলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি