ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডের ফুটবলার ব্রেডলি রাইট ফিলিপসের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৫৪, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১২ মার্চ ২০১৬

ব্রেডলি রাইট ফিলিপস। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন নিউ ইর্য়ক রেড বুলস ক্লাবে। ১৯৮৫ সালে ১২ই মার্চ ইংল্যান্ডে জন্ম জন্মগ্রহন করেন তিনি। দর্শক চলুন আজ ব্রেডলি রাইট ফিলিপসের জন্ম দিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bir dayব্রেডলি রাইট ফিলিপস। সহকর্মীরা ফিলিপস নামেই ডাকেন তাকে। খুব অল্প সময়ে ফুটবলে দারুণ্য নৈপূর্ন দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। তাঁর বাবা ইয়ান রাইট ছিলেন আর্সেনাল ও ইংল্যান্ডের সাবেক ফুটবলার। পরিবারের অনুপ্রেরণায় ফিলিপসও বেছে নেন ফুটবলকে। ২০০১ সালে প্রথম খেলা শুরু করেন ম্যানচেষ্টার সিটি ক্লাবের হয়ে। এই ক্লাবের হয়ে খেলেন ২০০৪ সাল পর্যন্ত। ম্যানচেষ্টার সিটি ক্লাবের হয়েই বয়সভিত্তিক দলেও মাঠে নামেন এই ইংলিশ স্ট্রাইকার। এই ক্লাবে দুই মৌসুম খেলে চলে যান সাউদাম্পটন ক্লাবে। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ১১১টি ম্যাচ। ফিলিপস ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০০৯ সালে নতুন করে যোগ দেন প্লাইমাউথ আগাইল ক্লাবে। ২০১১ সালে মাঠে নামনে চালটন অ্যাথলেটিক ক্লাবে। দুই মৌসুমে ৮২টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩১টি। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন ব্রেন্টফোর্ড ক্লাবে। ২০১৩ সাল থেকে খেলে যাচ্ছেন নিউ ইয়র্ক রেড বুলস ক্লাবে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়েও খেলেছেন ফিলিপস। ২০০৫ সালে খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব-২০ দলে। তবে, ইংল্যান্ডের জাতীয় দলের খেলার প্রত্যাশায় প্রহোর গুনছেন এই কুশলী ফুটবলার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি