ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে পীর ও গৃহপরিচারিকা খুনের ঘটনায় কুড়িগ্রাম থেকে মো. ইসহাক আলী নামে অপর এক পীরকে আটক

প্রকাশিত : ১০:৫৮, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৫৮, ১৫ মার্চ ২০১৭

দিনাজপুরের বোচাগঞ্জে পীর ও গৃহপরিচারিকা খুনের ঘটনায় কুড়িগ্রাম থেকে মো. ইসহাক আলী নামে অপর এক পীরকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, জোড়া খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  ইসহাককে আটক করা হয়েছে। তাকে দিনাজপুরে নেয়া হবে। এক সময় পীর ইসহাকেরই মুরীদ ছিলেন ফরদাহ হোসেন চৌধুরী। পরে মতবিরোধ দেখা দেয়। সোমবার বোচাগঞ্জ উপজেলার দৌলা এলাকায় কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগমকে গুলি ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি