ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে আহবান- প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯:২৮, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২৯, ১২ মার্চ ২০১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষনের উপর আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে, ইতিহাস বিকৃতির কোনো ষড়যন্ত্রই আর সফল হবেনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষনের উপর আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার ভাষণের মুহুর্তটি তুলে ধরে ঐতিহাসিক ভাষনের পেছনে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী । তবে, ৭৫ এর পর জাতির পিতার ভাষণসহ স্বাধীনতার সব ইতিহাস বিকৃত করা হয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানান তিনি। নতুন প্রজন্মের মাঝে এখন অনেক পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদেরকে স্বাধীনতার চেতনায় দেশ গড়ার আহবান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি