ওবামার বিরুদ্ধে ট্রাম্পের টেলিফোনে আড়ি পাতার অভিযোগ নাকচ
প্রকাশিত : ১২:৩৮, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৩৮, ১৭ মার্চ ২০১৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারাক ওবামার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আড়ি পাতার অভিযোগ নাকচ করে দিয়েছে সিনেটের তদন্ত কমিটি।
বিবৃতিতে রিপাবলিকান সিনেটর রিচার্ড বার জানান, তদন্তে নির্বাচনের আগে বা পড়ে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে ফোনে আড়ি পাতার কোনো প্রমান পাননি তারা। তবে হোয়াইট হাউসের মুখপাত্র শেন স্পাইসার সিনেট কমিটির রিপোর্ট প্রত্যাখান করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রমাণ না রাখতেই যুক্তরাজ্য ভিত্তিক জিসিএইচকিউ গুপ্তচরদের মাধ্যমে ফোনে আড়ি পাতেন ওবামা। এরআগে গোয়েন্দা সংস্থা এফবিআইও ফোনে আড়ি পাতার অভিযোগ নাকচ করে দেয়।
আরও পড়ুন