ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় বিস্ফোরক, হত্যা, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে ৪ মামলা

প্রকাশিত : ১৮:২২, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৭ মার্চ ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় বিস্ফোরক, হত্যা, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে চারটি মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। ওই ঘটনায় নিহত আত্মঘাতী জঙ্গিদের শরীরের ছিন্ন ভিন্ন অংশ সংগ্রহ করে ডিএনএ টেস্ট করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতদের শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এদিকে, জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে প্রশাসনসহ স্থানীয়দের। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরের প্রেমতলা চৌধুরীপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় বিস্ফোরক, হত্যা, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে সীতাকুণ্ড থানায় চারটি মামলা করেছে পুলিশ। মামলায় সীতাকুণ্ডের নামারবাজার আমিরাবাদ এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া দু’জনসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে। অবকাঠামোগত সুযোগ সুবিধা কাজে লাগাতে জঙ্গিরা সীতাকুণ্ডে আস্তানা গড়ে তুলেছিলো বলে মনে করে স্থানীয়রা। এর সাথে জামাত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তারা। জঙ্গিদের অপতৎপরতা বন্ধে গণসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে, জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা আলামত এবং  জঙ্গিদের শরীরের বিভিন্ন অংশের ডিএনএ টেষ্ট করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মঘাতীদের সনাক্ত করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বুধবার সীতাকুণ্ডের আমিরাবাদে জঙ্গি আস্তানায় অভিযানের পর শিশুসহ এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য একটি আস্তানায় অভিযান চালালে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি