ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ইতালি থেকে ফিরেছেন আরও ২৮১ প্রবাসী বাংলাদেশি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২৭ জুন ২০২০ | আপডেট: ১৭:২৮, ২৭ জুন ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ- সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ- সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে ২৮১ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। আজ শনিবার দুপুরে তাদের নিয়ে বিমানের এই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার নিশ্চিত করেন। 

এর আগে ১৭ জুন ২৫৯ জন ও ২৩ জুন ২৬৯ জন প্রবাসী বাংলাদেশি বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট যোগে ইতালির রোমে ফিরে যান। এ নিয়ে জুনেই চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরেছেন।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইতালি প্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন। তবে ইতালিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি