ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মাত্র ১০ দিনে করোনাজয় করে তিনি বাসায় ফিরলেন। শনিবার এভারকেয়ার হাসপাতাল থেকে (সাবেক এ্যাপোলো) মন্ত্রী ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।

গত ১৭ জুন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন তুহিন।

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরও দুইবার করোনা টেস্ট করেছেন, দুইবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।’

তবে ডাক্তারদের পরামর্শে আরও ৮-১০দিন বাসায় বাণিজ্যমন্ত্রী আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও ১৭ জুন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন টিপু মুনশি। দেশে করোনায় এখন পর‌্যন্ত একাধিক মন্ত্রী, এমপিসহ সরকারের উচ্চ পর‌্যায়ের কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। আবার কেউ চলে গেছেন না ফেরার দেশেও।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি