ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের করোনা জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৮ জুন ২০২০ | আপডেট: ১১:২৯, ২৮ জুন ২০২০

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের করোনা নেগেটিভ এসেছে। প্রথম ফলোআপ টেস্টের ফলাফলের এই খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তার একান্ত সচিব।

গত ২৪ জুন প্রথম ফলোআপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয় সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের। গতকাল এ ফল আসার পর তাকে বাসায় নেয়া হয়েছে। এ জন্য তিনি দেশবাসী এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও জানানো হয়, রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব আব্দুস শহীদের সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। এজন্য তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া স্পিকার এবং চিফ হুইপসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আব্দুস শহীদ গত ১৫ জুন করোনা পজেটিভ হন। প্রথমে শেখ রাসেল জাতীয় গ্যাষ্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে সতর্কতার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে ১৮ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।

করোনা জয় করে বাসায় ফিরেছেন তিনি এবং ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশন থাকবেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি