ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত : ১২:০৭, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১২:০৭, ১৮ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাতে কসবা উপজেলার কামালপুর গ্রামের জহিরুল ইসলাম ওরফে ডাকাত কালা জহিরকে আটক করে পুলিশ। তাকে নিয়ে হাজীপুর গ্রামে অভিযান চালানোর সময় সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ’সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় জহির। এছাড়া, আহত হয় ৩ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ৬টি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি