ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে আটক জঙ্গি দম্পতি ২ মামলায় ১২ দিনের রিমান্ড

প্রকাশিত : ১২:০৮, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১২:০৮, ১৮ মার্চ ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে দুই মামলায় ১২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার রাতে তাদের চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ দুই মামলায় ১৫ দিন করে ৩০ দিনের রিমান্ডের আবেদন জানায়। পরে আদালত তাদের অস্ত্র মামলায় ৫ দিন ও সন্ত্রাস দমন আইন মামলায় ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে। বুধবার আমিরাবাদের সাধন কুটির থেকে জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের প্রেমতলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃংখলা বাহিনী। অভিযানে ৪ জঙ্গিসহ পাঁচজনের মৃত্যু হয়। এ’ ঘটনায় করা ৪ মামলার তদন্তকরছে পুলিশ। নিহত জঙ্গিদের পরিচয় শনাক্তের কাজও অনেকটা এগিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া, ওই এলাকায় বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে অবস্থান করা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি