ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে র‌্যাবের ক্যাম্পে হামলাকারীর শরীরে বিস্ফোরক বাধা ছিলো, আটক যুবকের মৃত্যু

প্রকাশিত : ১৫:৫৩, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:৫৩, ১৮ মার্চ ২০১৭

রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দপ্তরের অস্থায়ী ক্যাম্পে বোমা বহনকারী যুবকের শরীর থেকে বিস্ফোরক বন্ধনী মিলেছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ এ’তথ্য জানিয়েছে। এ’ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এদিকে, ওই ঘটনায় র‌্যাবের হাতে আটক এক যুবক চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে মারা গেছে। শুক্রবার দুপুরে আশকোনায় র‌্যাবের ক্যাম্পে প্রবেশ করে এক যুবক। র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সে। হামলাকারীর শরীরে বিস্ফোরক বাধা ছিলো। ময়নাতদন্তের পর এ’তথ্য জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ। নিহত যুবকের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক। এদিকে, আশকোনায় জঙ্গি হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আর এ’ ঘটনায় র‌্যাবের হাতে আটক এক যুবক চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি