ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা মোকাবেলায় চিকিৎসা সরঞ্জাম প্রদান চীনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ২৯ জুন ২০২০ | আপডেট: ২৩:২৪, ২৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা মোকাবেলায় বাংলাদেশকে চীন সরকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরঞ্জামের মধ্যে ৯টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ারস সলিউশন- এ, ১৮টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার সলিউশন- বি, ৯টি হাই ফ্লো হিটেড রেসপাইরেটরি হামিডিফইয়ার সেলফ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দীন আজ ঢাকাস্থ চীন দূতাবাস হতে এসব চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধি ও চীন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি