ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে কক্সবাজারে এসেছে মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশিত : ১৭:৪৪, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৪, ১৯ মার্চ ২০১৭

রোহিঙ্গা ইস্যু ও মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে কক্সবাজারে এসেছে মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল। সকাল ১১ টার দিকে কক্সবাজার পৌঁছে তারা জেলা প্রশাসক মো. আলী হোসেনের সাথে দেখা করেন। প্রায় এক ঘন্টা আলাপে মিয়ানমার বাংলাদেশের সম্পর্কের উন্নয়নসহ রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়। বিকেলে উখিয়ার কুতুপালং ও কাল বালুখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা। মিয়ানমারে সংঘাতের পর নির্যাতনের শিকার ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের খোঁজ-খবর নিতে মিয়ানমার সরকার গঠিত তদন্ত দলের প্রধান জং মিন্ট পে ১০ সদস্য নিয়ে কক্সবাজার আসেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি