ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ১২:৩২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১২:৩২, ২১ মার্চ ২০১৭

আজ মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে ফলক ও মঞ্চ প্রস্তুতকরণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সফরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ভবন, মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, মাগুরা জিমনেসিয়াম, ২টি ফায়ার সার্ভিসস্টেশন, ব্রিজ ও সড়ক নির্মাণ, মাগুরা পৌর নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়নসহ ২৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকালে প্রধানমন্ত্রী মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি