ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে সকল ভাড়াটিয়ার তথ্য চেয়েছে পুলিশ

প্রকাশিত : ১৮:০৩, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২১ মার্চ ২০১৭

জঙ্গি আস্তানার খোঁজে সীতাকুণ্ডে সকল ভাড়াটিয়ার তথ্য চেয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর ডাটাবেইজ তৈরি করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার মাইকিং করে ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে জমা দেয়ার অনুরোধ জানানো হয়। পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। সীতাকুণ্ডে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিদের সে পরিকল্পনা ভুন্ডুল করে দেয়া হয়েছে। এদিকে জঙ্গিদের মৃতদেহ পরিবার গ্রহণ না করায় বেওয়ারিশ হিসাবে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি