ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কেওঢালায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রকাশিত : ২০:১০, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২০:১০, ২১ মার্চ ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। জেনারেল এন্ড ক্যান্সার হসপিটাল রিসার্স ফাউন্ডেশন ও ডায়েবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা ডাঃ আবদুর রহমানের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবাদান কার্যক্রমে অংশ নেন। শিশু রোগ, নাক-কান-গলা, মেডিসিন, গ্যাষ্ট্রিক, ডায়বেটিকস, অর্থোপেডিকসহ প্রায় ৫শ’ রোগীকে এই চিকিৎসা সেবা দেয়া হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার ও নিহত স্বজনদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি