ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা পানিবণ্টন চুক্তি নিশ্চিত না হলেও আশাবাদী পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ২০:৩২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২০:৩২, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে বহুপ্রত্যাশিত তিস্তা পানিবণ্টন চুক্তি নিশ্চিত না হলেও আশাবাদী পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়ে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। এক সময়ের প্রমত্তা তিস্তা এখন শুকনো মওসুমে মরুময়। উজানে ভারতের অংশে বাধ দেয়ায় ভাটিতে নদী অববাহিকার জীবন-জীবিকা হুমকির মুখে। বাংলাদেশের পক্ষ থেকে নানামুখী উদ্যোগের পরও ভারতের টালবাহানার কারণে দীর্ঘ আলোচনার পরও সম্পন্ন হয়নি তিস্তার পানিবন্টন চুক্তি। ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের ঢাকা সফরের সময় চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শেষ মূহুর্তে বেঁকে বসেন। ভেস্তে যায় সব চেষ্টা। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারীতে বাংলাদেশ সফরে এসে সহযোগিতার আশ্বাস দিয়ে যান মমতা। ঐ বছরেরই জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময়ও হয়নি তিস্তাচুক্তি। এদিকে, নরেন্দ্র মোদির আমন্ত্রণে দীর্ঘ ৭ বছর পর আগামী ৭ এপ্রিল তিন দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ২২টি চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে এক আলোচনায় পানি সম্পদ মন্ত্রী জানান, এবারও তিস্তার পানিবণ্টন চুক্তি নিশ্চিত নয়। গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান পানিসম্পদ মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি