ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আনসারের ৭৬২ সদস্য করোনাক্রান্ত, সুস্থ ৪৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ৮ জুলাই ২০২০

গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ জন। এ বাহিনীতে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৭৬২ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন- কর্মকর্তা ১০ জন, ব্যাটালিয়ন আনসার ২৫৪ জন, মহিলা আনসার তিনজন, সাধারণ আনসার ৪৫৮ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ১৩ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ৬ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন, হিল আনসার ৪ জন এবং উপজেলা আনসার কোম্পানী কমান্ডার তিনজন। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশের জনসাধারণকে সচেতন করতে কাজ করছেন এবং নিরাপদ দূরত্ব মেনে চলতে আহ্বান জানাচ্ছেন। শতভাগ স্বাস্থবিধি মেনে দায়িত্ব পালন করার কারণে এ বাহিনীতে আক্রান্তের হার এবং মৃত্যুর হার অনেক কম।

স্বাস্থবিধি মেনে চলায় ও নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করায় বাহিনীর মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি